ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জে ১০০ টাকায় ২২৬ জনকে পুলিশে চাকরি

প্রকাশিত : ১৩:১৯, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল পদে ২২৬ জনকে চাকরি দিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। 

কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুবিধা ছাড়াই পুলিশ নিয়োগের যে ঘোষণা দেয়া হয়েছিল তার বাস্তবায়ন করেছেন তিনি। মুন্সীগঞ্জের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে মুন্সিগঞ্জ জেলার নারী-পুরুষ।

গত ২৪ জুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে বিভিন্ন ধাপে শতভাগ স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই করে ২৯ জুন যোগ্য এবং মেধাবী প্রার্থীদের নির্বাচিত করা হয়। মুন্সীগঞ্জ জেলাতে ২০১৬ সালে যোগদানের পর ১০০ টাকায় পুলিশে  চাকুরি এই ঘোষণা দিয়ে সারাদেশে সাড়া ফেলেছিলেন মুন্সীগঞ্জের জেলার বর্তমান পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম(বার)।

তারই ধারাবাহিকতায় ২০১৭ সালের ৮৩ জন ও ২০১৮ সালের ৮৫ জন এবং এবছর ২২৬ জনের পুলিশ কনস্টেবল পদে চাকরি পায়। শুধু তাই নয় তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সীগঞ্জের পুলিশের মধ্যে ডোবটেষ্ট চালু করেছে।

নিয়োগপ্রাপ্ত ২২৬ জনের মধ্যে সাধারণ পুরুষ ১৭১ জন, সাধারণ নারী ৪২ জন, পুরুষ মুক্তিযোদ্ধা ১০ জন, পুলিশ পোষ্য পুরুষ ২ জন, আনসার ১ জন। এবার চূড়ান্ত পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই হতদরিদ্র, দিনমজুর, চা বিক্রেতার সন্তান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি