ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামে পর্নোগ্রাফি আইনে ১৮ জন গ্রেফতার

প্রকাশিত : ১৫:২৩, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পর্নোভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে ২ টি ইউনিয়নের ১৮ জন কম্পিউটার অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৫ টি কম্পিউটর জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘনেশ্যামপুরের আব্দুস সালামের ছেলে আশিকুর রহমান (২১), দোয়ালী পাড়ার মৃত হায়দার আলীর ছেলে আল-আমিন (২০), ভোগবতিপুরের আব্দুল ওয়াহাবের ছেলে নজরুল ইসলাম (২২), কাজল দহের শমসের আলীর ছেলে রকি আহমেদ (১৮), পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ সিতাইঝাড়ের মৃত আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম(৩৫) ও গারুহারার হাবিবুর রহমানের ছেলে আপেল  রানা (১৮)। তাদেরকে আটক করে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, পর্নোগ্রাফির প্রচলন বেড়ে যাওয়ার দেশব্যাপী ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে। এজন্য গতরাতে অভিযান চালিয়ে সদরের ১৮ জনকে গ্রেফতারসহ তাদের ব্যবহৃত ৫টি কম্পিউটার জব্দ করা হয়েছে। আটককৃতদের নামে পর্নোগ্রাফি আইনে মামলা দেয়া হয়েছে।

এছাড়াও পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, জেলার রৌমারী উপজেলায় ৪ জন, রাজিবপুরে ৩ জন, ভূরুঙ্গামারীতে ২ জন এবং কচাকাটা, উলিপুর, চিলমারী উপজেলায় একজন করে পর্নোভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি