ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঝর্ণা ফেব্রিকস পরিদর্শনে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা

প্রকাশিত : ২১:২০, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ২১:২৩, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে ঝর্ণা ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন হাউস পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। বুধবার বিকালে টঙ্গীর দত্তপাড়ায় এলাকায় ঝর্ণা ইসলামের বাড়িতে পরিদর্শনে আসেন তিনি।

রানীর আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো টঙ্গী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলে।

পরিদর্শনকালে, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ক্রাইম মো. শরীফ হোসেন, জেলা প্রশাসকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় ঝর্ণা ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলামের সাথে কথা বলেন রানী। এ বিষয়ে ঝর্ণা ইসলাম বলেন, রানী কারখানার পরিবেশ ও আমার সফলতা দেখে মুগ্ধ হন। তিনি আমাকে একটি ফ্লোর নিয়ে কাপড় তৈরি করতে যা যা লাগে সেসব কিছু দেওয়ার আশ্বাস দেন।  

পরিদর্শনকালে ব্রাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রানীর আগমন উপলক্ষে গত এক সপ্তাহ ধরে পুলিশ, র‌্যাব, ডিবি, ডিজিএফআই, এসএসএফসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারি রাখেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি