ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘জেল কর্তৃপক্ষের মাধ্যমে মিন্নিকে আবেদন করতে হবে’

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

আয়শা সিদ্দিকা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার ও হাসপাতালে নিয়ে তার চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষের মাধ্যমে মিন্নিকে এ আবেদন করতে হবে। 

মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম আজ সোমবার সকাল ১১টার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে এ আবেদন করেন বলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিকে গত ১৬ জুলাই রাতে গ্রেফতার করে পুলিশ। পরের দিন তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। ৫ দিনের রিমান্ড শেষ হওয়ার আগে ৪৮ ঘণ্টার মাথায় ১৯ জুলাই আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে। 

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, গত ২০ জুলাই তিনিসহ পরিবারের সদস্যরা বরগুনা কারাগারে মিন্নির সাথে দেখা করেছেন। নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে মিন্নির কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে বলে তাকে জানান মিন্নি। সেই সঙ্গে নিজের উন্নত চিকিৎসার জন্য বাবাকে অনুরোধ করেন তিনি। 

রোববার রাতে বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগমের নেতৃত্বে নারী নেত্রীরা অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলামের সঙ্গে দেখা করে মিন্নির পক্ষে আইনি সহায়তার দাবি জানিয়েছেন।

অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য মিন্নির স্বাক্ষর দরকার। মিন্নির জবানবন্দি বাতিল ও চিকিৎসার আবেদন বাতিল কবরে বিচারক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলেছেন বলে জানান এ আইনজীবী। 

আগামীকাল মঙ্গলবার তারা কারাগারে গিয়ে মিন্নির মাধ্যমে ফের আবেদন করবেন বলেও জানান মাহাবুবুল বারী।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি