ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মাথাকাটার গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথাকাটার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে নড়াইলে যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। 

গ্রেফতারকৃত নাজমুল হোসেন বাবু (৪০) নড়াইল শহরের মহিষখোলার মোহর আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে বাবুকে নড়াইল কারাগারের সামনে থেকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবুসহ অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বাবু তার ফেসবুক ও ফেসবুকের ম্যাসেঞ্জার থেকে পদ্মা সেতু নির্মাণের জন্য এক লক্ষের অধিক মানুষের মাথা প্রয়োজন বলে অপপ্রচার চালিয়েছেন। গ্রেফতারকৃত বাবু কাজী হাসানুজ্জামান মিন্টুসহ আরও ৩৫ থেকে ৪০ জনের সাথে পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে অপপ্রচারমূলক তথ্য আদান-প্রদান করেছে।অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি