ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাভারে নদীতে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে সাভারে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজরা তিন শিক্ষার্থী হলেন, রাজন (১৭), মেহদি (১৭) ও আকাশ (১৮)। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। 

স্থানীয়রা জানান, দুপুরে ধানমন্ডি আইডিয়াল কলেজের ১২ জন ছাত্র বেলা ১২টার দিকে পশ্চিম ব্যাংকটাউনের ব্রিজের নিচে নদীতে গোসল করতে নামলে স্রোতের কবলে পড়ে তারা। এসময় অন্যান্যরা তীরে ফিরে আসতে পারলেও, ওই তিনজন পানিতে তলিয়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমদ গণমাধ্যমকে জানান, নদীর স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তাদের উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 

আই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি