ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

পূর্ব শত্রুতার জেরে নারীর শ্লীলতাহানি, গ্রেফতার ২ 

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৭, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার  জেরে নেহার বেগম (৪০) কে মারধর, হত্যার হুমকিসহ শ্লীলতাহানি অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১টায় উপজেলার নৈকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে মো. করিম সিকদার (৫৫) ও মোসা. হাদিয়া বেগম (৩৫) কে আটক করছে। শুক্রবার রাতেই নেহার বেগমের স্বামী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন শুক্রবার দুপুর ১টায় একই এলাকার মো. হালিম সিকদার (৪০) ও তার স্ত্রী মোসা. হাদিয়া বেগম (৩৫), মো.করিম সিকদার (৫৫) ও তার ছেলে মো. তারেক সিকদার (২২) সহ অজ্ঞাত ৭ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, দা, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালাই এবং জোড় পূর্বক মাটি কাটতে থাকে।

খবর পেয়ে রফিকুল ইসলামের স্ত্রী নেহার ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিবাদীদের কাজে বাধা প্রদান করে। এ সময় বিবাদীরা সবাই একযোগে নেহার উপর ঝাপিয়ে পরে এবং এলোপাথারি পিটিয়ে সমস্ত শরীরে ফুলা জখম করে ও খুন করার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে জখম করে। এসময় পড়নের কাপড়-চোপড় টেনে হিঁচড়ে শ্লীলতাহানি করে। তার গলায় ৪৬ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন হাতিয়ে নেয় আসামিরা। 

খবর পেয়ে নেহারের স্বামী রফিক ঘটনা স্থলে উপস্থিত হলে তার উপর হামলা চালায় ও তার পকেটে থাকা ১৩ হাজার টাকা হাতিয়ে নেয় আসামিরা। এ সময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে খুন করার হুমকি দিয়ে আসামিরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
 
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। নেহারকে আশংকাজনক আবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুন্না জানান, মামলার ২ নং আসামি মো. করিম সিকদারের নামে বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ,ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, মামলার ২জন আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি