ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

সরাইলে গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নারায়ন চক্রবর্ত্তী

প্রকাশিত : ২২:৪৭, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনন্দময়ী কালীবাড়িতে উপজেলার ১শ সনাতন শিক্ষার্থীদের নিয়ে গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সনাতন ধর্মপ্রচার,গীতা পাঠে মনোযোগী করা এবং গীতা শুদ্ধ উচ্চারনের লক্ষে এ প্রতিযোগীতাতা আয়োজন করা হয়।  তিনটি গ্রুপে মোট ৯ জন প্রতিযোগীকে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারন করে ক্রেষ্ট,মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

কমিটির সভাপতি শ্রী সুবিমল ধর অনু মাষ্টারের সভাপতিত্বে ও অসিম দেবের সঞ্চালনায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি সোমেশ রায়,সাধারণ সম্পাদক বিমল চক্রবর্ত্তী, গীতা স্কুলের শিক্ষক সুকুমার দাস, প্রমথ নাথ চক্রবর্ত্তী,সাবেক ব্যাংকার দেবদাস সিংহ রায়,ঠাকুর ধন বিশ্বাস,অসিম কুমার ধর প্রমুখ। 

এনএম/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি