ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বেনাপোলে ৬ লাখ ভারতীয় রুপিসহ আটক ১ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ভারত থেকে পাচার করে আনা ৬ লাখ ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকালে বেনাপোল-যশোর মহাসড়কের নতুন হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটক রাইসুল ইসলাম (৩২) একটি পরিবহন বাসের সুপারভাইজার। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গাসিয়ারা গ্রামের অলিয়ার রহমানের ছেলে। রাইসুল ইসলাম একজন হুন্ডি ব্যবসায়ী বলে দাবি করে বিজিবি। 

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বেনাপোল-যশোর মহাসড়কের নতুন হাট এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-২০৮৪) তল্লাশি চালানো হয়।

তিনি জানান, এ সময় পরিবহনের সুপারভাইজার রাইসুলের শরীর থেকে ৬ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এর মূল্যমান বাংলাদেশি টাকায় লাখ ৫০ হাজার টাকা। আটককৃত ভারতীয় টাকাসহ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।  

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি