ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ৩০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকালে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতদের মধ্যে মলাই মিয়া (৪৫) নামে একজন সোমবার রাতে এবং আবদুর রউফ (৭৫) নামে আরেকজন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিলকেন্দাই গ্রামের মাস্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলছিল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র সেই বিরোধ আরও চরম আকার ধারণ করে। 

এর জের ধরে সোমবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতদের মধ্যে মলাই মিয়া নামে একজন সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে এবং আবদুর রউফ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি