ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রাজশাহীতে ডিসি অফিস ঘেরাও

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫০, ৩০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল চালু ও আটক শ্রমিকদের মুক্তির দাবিতে ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নগরের হড়গ্রাম কোর্ট স্টশন মোড় থেকে রাজশাহীর বালু ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা ডিসি অফিস চত্বরের প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় সেখানে তারা অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে চারজন বালু ব্যবসায়ী গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। 

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন। স্মারকলিপিতে দ্রুত বালুমহাল চালু ও শ্রমিকদের মুক্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বালু ব্যবসায়ী বাবর আলী, হাসান আলী, মাহাফুজুর রহমান, মাসাদুল ইসলাম স্বপন, আব্দুর সাত্তার, জহির উদ্দিন কেতু, সাইফুর ইসলাম, খায়রুল বাশার, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল, জনি ইসলাম প্রমুখ।

সমাবেশে বালু ব্যবাসয়ী বাবর আলী বলেন, জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারা নেয়া বৈধ বালুমহালটি বন্ধ দিয়ে প্রায় এক হাজার শ্রমিককে কর্মহীন করে দিয়েছে। এছাড়াও এ বালুমহালের সঙ্গে জড়িত ৮০ জন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। 

তিনি আরও বলেন, বৈধ বালুমহাল থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বিনা অপরাধে তারা এখন কারাগারে। তাদের জামিনের আবেদন করার জন্য ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি প্রয়োজন। কিন্তু সেটি আমাদের দেয়া হচ্ছে না। দ্রুত বালুমহালটি চালু করাসহ শ্রমিকদের মুক্তির দাবি জানান এই বালু ব্যবসায়ী।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ইজারা দেয়া চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল বন্ধ করে দেয়। এ সময় সেখান থেকে আটজন শ্রমিককে আটক করা করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি