ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ধামরাইয়ে বাসচাপায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৩১ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:০১, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানচালক মো. আবদুল জব্বার (৪৭) , মো. আবদুল আলী ফকির (৫৫), ও মো. আবদুস সামাদ বাবু (৪০)। তারা সবাই উপজেলার গোপাল কৃষ্ণপুর ধাইরা এলাকার বাসিন্দা ছিলেন।

ধামরাই থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা জানান, মানিকগঞ্জ থেকে যাত্রীসেবা বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ভ্যানকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি