ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ডেঙ্গুতে এবার খুলনায় স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকায় গতকাল শনিবার রাইয়ান সরকারের পর এবার খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে মো. মঞ্জুর শেখ (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অন্যদিকে রোববার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। বিষয়টি খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন।

জানা যায়, মৃত শিক্ষার্থী মঞ্জুর রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা মো. বাবুল শেখ ওরফে বাবুর ছেলে।

মঞ্জুর শেখ কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিল। সাধারণ জ্বর ভেবে প্রথম দিকে চিকিৎসকের শরণাপন্ন না হলেও শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানোর কথা জানান চিকিৎসক।

পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেয়া হয়। পরে তাকে নেওয়া হয় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি করে কয়েক ব্যাগ রক্তও দেয়া হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে রোববার সকাল সাড়ে ৬ টার দিকে সে মারা যায়।

অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম (৬৫) মারা গেছেন। মর্জিনা বেগম দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের ইসরাইল সরদারের স্ত্রী। রোববার গভীর রাতে তিনি মারা যান।
মৃতের ঘনিষ্টরা জানান, ডেঙ্গু ছাড়াও মর্জিনা বেগম লিভার রোগে আক্রান্ত ছিলেন। লিভারের চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। সপ্তাহখানেক আগে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা জন্য আসেন তিনি।
এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি