ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আশুলিয়ায় গাড়ীচাপায় পথচারী নিহত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় অজ্ঞাত গাড়ি চাপায় আলমগীর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে৷ সোমবার ভোরে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলমগীর টাঙ্গাইল জেলার বাসিন্দা।  এছাড়া আর কিছু জানাতে পারেনি স্থানীয় পুলিশ। 

পুলিশ জানায়, ভোর রাত্রে বাইপাইল মোড়ে রাস্তা পাড় হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন আলমগীর। এসময় চন্দ্রাগামী দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে  নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। তাদেরকে পাওয়ার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।  

এ ঘটনায় অজ্ঞাত গাড়িটিকে সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে আশুলিয়া পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি