ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে ধ্বসে পড়েছে হরগংগা কলেজের তিনটি ভবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ষ্টেডিয়ামের সংস্কার কাজের জমানো পানির চাপে ধ্বসে পড়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী হরগংগা কলেজের তিনটি ভবন।

রোববার দুপুরে প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির একতলা ভবন, মূল ভবনের একাংশ ও রোবার স্কাউটের একতলা ভবনসহ মোট তিনটি ভবন ধসে পড়ে। 

কলেজের ভাইস প্রিন্সিপাল নাসিমা আহামেদ বলেন, কলেজের সামনে অবস্থিত মুন্সীগঞ্জ স্টেডিয়াম মাঠে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করছেন। ড্রেজারের পানি কলেজের পাশে ফেলায় সে পানির চাপে ধসে পড়ে ভবনগুলো। এর ফলে কাল থেকে ক্লাস নিতে পারা নিয়ে শঙ্কার কথাও জানান নাসিমা আহামেদ।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি