ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শ্লীলতাহানির চেষ্টা করায় তরুণের কারাদণ্ড 

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪৫, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় এক তরুণকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফলে মঙ্গলবার রাতে শ্লীলতাহানির চেষ্টাকালে তাকে আটক করেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমান আদালত অভিযুক্তকে দশ মাস দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  

জানা যায়, দশমিনা উপজেলার পূর্ব অলিপুরা গ্রামের আজাহার হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (১৮) গান শেখার জন্য মঙ্গলবার রাতে বাউফলে আসেন। ঐ সময় গানের শিক্ষক বাড়িতে না থাকায় তার দশম শ্রেণি পড়ুয়া মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেন। তবে মেয়েটি কৌশলে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশিদের ডেকে আনলে ইমরানকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। পরে ঐ রাতেই ভ্রাম্যমান আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুস চন্দ্র দে বলেন,‘ঐ রাতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ইমরানকে দশ মাস দশ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি।’
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি