ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৩০ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:১০, ৩০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ইরান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বলে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান। 

নিহত মো. ইরানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে এনং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের দাবি।

কমান্ডার মেজর মেহেদী বলেন, পূর্ব চাম্বলে ‘একদল জলদস্যু’ অবস্থান করার খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। টের পেয়ে রাস্তার পাশ থেকে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

মেজর মেহেদী আরও বলেন, পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেলে স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারি, ওই ব্যক্তির নাম মো. ইরান, সে জাকির বাহিনী নামে এক ডাকাত দলের সদস্য।

এদিকে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ বিভিন্ন ধরনের ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি