ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুনার্মেন্ট শুরু হয়েছে। বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে শুরু হয়েছে। 
    
এই টুনার্মেন্ট উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিমসহ আরও অনেকে। 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পীরগঞ্জ উপজেলা দল ৬-০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলা দলকে পরাজিত করে।
এমএস/কেআই 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি