ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

চট্টগ্রামে জালে ধরা পড়ল ভয়ংকর অজগর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বোয়ালখালীর বামন খালে এক জেলের জালে ধরা পড়েছে ভয়ংকর অজগর।

গত বুধবার রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর ঝাড়োয়া দীঘিপাড় সংলগ্ন বামন খালে ধরা পড়ে অজগরটি। পরে বন বিভাগে হস্তান্তর করা হয় সাপটিকে।

স্থানীয়রা জানান, স্থানীয় নুরুল ইসলাম নামের এক জেলে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরতে জাল ফেললে এটি ধরা পড়ে। সাপটি লম্বায় প্রায় সাড়ে ৭ ফিট ও ওজনে প্রায় ৭ কেজি হতে পারে বলে জানান তিনি। পরে তিনি এটিকে স্থানীয় ইউএনওর মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে একই স্থানে এরকম আরও একটি অজগর উদ্ধার হয় বলে জানান এলাকাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি