ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ০৮:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আশুলিয়ায় অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ও এক নারীসহ  দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার আবুল বাশারের বাড়ির ভাড়াটিয়া ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটকেরা হলো-কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের মৃত. সিরাজুল হকের ছেলে আতিয়াল হক ওরফে ফকির চাঁন (৩৫) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গুচ্ছগ্রামের মৃত. আব্দুস সাত্তারের মেয়ে শিউলি খাতুন (৩১)। তারা উভয়েই শ্রীখন্ডিয়া এলাকার আবুল বাশারের বাড়ির পৃথক কক্ষ ভাড়া নিয়ে বসবাস করত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বুধবার রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় মাদকের বড় চালান রয়েছে এমন একটি সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরে আবলু বাশারের বাড়ির ভাড়াটিয়া আতিয়াল হক ও শিউলি খাতুনের কক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পাশাপাশি এত বড় ইয়াবা চালানের পিছনে যারা জড়িত রয়েছে তাদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি