ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ পুলিশ আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ডার র্গাড বাংলাদেশ(বিজিবি) ফেন্সিডিলসহ এক পুলিশ কনেস্টেবলকে আটক করেছে।এসময় তার সঙ্গে থাকা ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।পরে বিকেল ৪টায় ওই পুলিশ কনেস্টেবলকে থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন উপজেলার কাশিপুর বিজিবি ক্যাম্পের টহলদল ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা-গাওচুলকারপাড় এলাকা থেকে ওই কনেস্টবলকে আটক করে।
 
আটককৃত পুলিশ কনেস্টেবলের নাম জাহাঙ্গীর আলম(৩৭)।তিনি কুড়িগ্রাম জেলার নামাজের চর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।তার বিপি নম্বর-৬৮৬। 

পুলিশ জানায়, জাহাঙ্গীরের বাড়ী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে।তিনি ওই গ্রামের মৃত. হাবিল উদ্দিনের ছেলে।এর আগে তিনি ফুলবাড়ী থানায় কর্মরত ছিলেন।

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি