জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর প্রতিশ্রুতি রক্ষা দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৮:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বাংলাদেশ-২০১৯ উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়ী দেশ সমূহের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র সচেতন নাগরিক কমিটি(সনাক), বাগেরহাটের ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট(ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রফেসর চৌধুরী আব্দুর রব এর সভাপতিত্বে বক্তব্য দেন,সনাকের জলবায়ু বিষয়ক উপ-কমিটির সভাপতি বাবুল সরদার, সদস্য শেখ মুজিবুর রহমান, সাংবাদিক শেখ আবু সাঈদ,স্বজন সদস্য ডা. জ্ঞান রঞ্জন চক্রবর্তী, শেখ হেমায়েত হোসেন খোকন, অ্যাডভোকেট শিরিনা আক্তার কচি, ইয়েস দলনেতা হুমায়রা খাতুন, ইয়েস সদস্য সুমন শেখ, আব্দুল হাকিম সানা, নাঈম মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ অনুদান হিসেবে দিতে হবে, কোন ধরনের ঋণ হিসেবে নয়।আর এজন্য অবশ্যই সোচ্চার হতে হবে এবং বিশ্ব দরবারে আমাদের দাবি তুলে ধরতে হবে।প্যারিস চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে।
কেআই/
আরও পড়ুন