ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বেড়াতে গিয়ে কিশোরদের হামলায় স্কুলছাত্র নিহত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ২৬ মে ২০২০ | আপডেট: ১৮:২৮, ২৬ মে ২০২০

স্কুলছাত্র নয়ন।

স্কুলছাত্র নয়ন।

ঈদের আনন্দ উপভোগে বেড়াতে গিয়ে কিশোরদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে বরগুনা সদর উপজেলায় পায়রা নদীর তীরে গোলবুনিয়া পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পায়রা নদীর তীরে গোলবুনিয়া পর্যটন এলাকায় বেড়াতে গেলে পূর্ব শত্রুতার জেরে হৃদয় (১৫) নামে ওই স্কুল ছাত্রের উপর হামলা করা হয়। গুরুতর আহত হৃদয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোরে মারা যায়। হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বিকেল ৫টার দিকে পায়রা নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়ন গ্রুপের ১০/১২ জন কিশোর স্কুলছাত্র হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। 

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ মামলা নেয়নি। তবে ঘাতক সন্দেহে পাপ্পু ও হেলালসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িত কিশোরদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি