ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫৬, ৩০ মে ২০২০

সিরাজগঞ্জ-ম্যাপ।

সিরাজগঞ্জ-ম্যাপ।

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুরে এনায়েতপুর থানায় মেয়েটির বাবা অভিযোগ দায়ের করলে এনায়েতপুর থানা পুলিশ তাকে আটক করে।

আটক ২নং মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক নুরুজ্জামান মোল্লা (৪৫) এনায়েতপুর গ্রামের বাসিন্দা। 

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও ধর্ষিকার পরিবার সূত্র জানায়, এনায়েতপুর মন্ডলপাড়া গ্রামের দরীদ্র নুরুল হকের মেয়ে ৫ম শ্রেণিতে পড়ে। গত কয়েক মাস আগে স্কুলে সকলের অগোচরে তাকে ডেকে নিয়ে শিক্ষক নুরুজ্জামান ধর্ষণ করে। বিষয়টি হঠাৎ জানাজানি হওয়ায় শনিবার (৩০ মে) দুপুরে এনায়েতপুর থানায় মেয়েটির বাবা অভিযোগ দায়ের করে। এরপরই থানার এসআই আবু দারেজ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে ধর্ষণের সাথে তিনি জড়িত নন দাবি করে আটকের আগে শিক্ষক নুরুজ্জামান জানান, পরিকল্পিতভাবে একটি মহল ষড়যন্ত্র করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পেরে এই বদনাম রটাচ্ছে। যথাযথ তদন্ত করলে-এর প্রমাণ পাওয়া যাবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি