ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বগুড়ায় একদিনে আক্রান্ত ৪২ জন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫২, ৪ জুন ২০২০

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৭ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১৭ জনে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টায় জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ২৮ জন, শেরপুরে ৮ জন, গাবতলীতে ২ জন, ধুনটে ২ জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরের মাটিডালীতে একই পরিবারের ৪ জন রয়েছে বলেও জনান ডা. মোস্তাফিজুর রহমান।

এদিন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের তরফ থেকে দেয়া ১৮৮টি নমুনার ফলাফলে জেলার ২৭ জন পজিটিভ ও টিএমএসএস-এর ৪২টি নমুনার ফলাফলে ১৫ জন পজিটিভ হন।

যার ফলে এ পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৭ জনে। যার মধ্যে এক জনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন ৪৮ জন এবং চিকিৎসাধীন আছেন ৪৬৮ জন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি