ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

কলারোয়ায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০০:১৭, ১৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় করোনা ও আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এবং অসহায় ও দুস্থ পরিবারে ১৫২ জন সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিএসএইচ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ ফুড ব্যাংকের চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও ইউপি সদস্য আজগার আলী। 

এসময় অসহায় মানুষদের খাদ্য বিতরণে সহযোগিতা করেন, বাংলাদেশ ফুড ব্যাংকের সাতক্ষীরা জেলার ভলান্টিয়ার শফিউল আজম, তানভীর আহম্মেদ প্রান্ত, মো.সুইচ, মোতাহার হোসেন, ডা.ফজলুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল-১০কেজি, আলু-দেড় কেজি, মুশুরীর ডাল-১ কেজি ও খাওয়ার লবণ-৫০০ গ্রাম করে প্রত্যেক কার্ডধারীর মধ্যে বিতরণ করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি