ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বরিশালে ভেন্টিলেটর উদ্ভাবন

বরিশালে প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩২, ২৬ জুলাই ২০২০

বরিশালে আইসিইউতে ব্যবহার উপযোগী মেডিকেল ভেন্টিলেটর মেশিন উদ্ভাবন করেছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। আজ রোববার সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উদ্ভাবক প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা এ তথ্য জানান।

তিনি বলেন, 'দেশে গড়ে সাড়ে ৩ লাখ মানুষের জন্য একটি ভেন্টিলেটর রয়েছে। যার আমদানিও অনেক ব্যয় বহুল। তবে, দীর্ঘদিনের চেষ্টায় উদ্ভাবিত ভেন্টিলেটর তৈরিতে খরচ পড়েছে ৬০-৭০ হাজার টাকা।'

ড. মোল্লা জানান, '১০ থেকে ১৫টি ভেন্টিলেটর একত্রে তৈরি করতে গেলে খরচ পড়বে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ হাজার টাকা।'

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, বিওটির চেয়ারম্যান ড. মো.  ইমরান চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

এআই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি