ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

মান্দায় ট্রাক চাপায় প্রাণ গেল ইমাম দম্পতির

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ২০ আগস্ট ২০২০

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ইমাম দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের জলছত্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলি গ্রামের মাওলানা মোঃ আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী শেফালি বেগম (৪৭)। নিহত আব্দুল মান্নান মান্দা উপজেলার চকউলি জামে মসজিদের পেশ ইমাম। এদিকে, ইমাম দম্পতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো.তারেকুর রহমান সরকার জানান, নিহত আব্দুল মান্নান নিজ গ্রাম থেকে সকাল ১০টার দিকে স্ত্রীকে নিয়ে একটি মোটরসাইকেলযোগে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী সড়কের জলছত্র নামক স্থানে পৌঁছলে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই শেফালী বেগম মারা যান। এসময় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুরে তিনিও মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা দাযের করা হয়েছে বলে জানান ওসি (তদন্ত)।

কেআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি