ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

নদীতে মিলল ৫ কোটি টাকা মূল্যের মূর্তি 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলরহাট ইউনিয়নে টাঙ্গন নদীতে খননকালে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

আজ শনিবার সকালে ওই ইউনিয়নের বড়দেশ্বরী এলাকা থেকে মূর্তিটি পায় শ্রমিকরা। পরে পাঁচ কেজি ওজনের মূর্তিটি জেলা পানি উন্নয়ন বোর্ডের কাছে জমা দেয় তারা। 

ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ জানান, ‘মূর্তিটি পাওয়ার পর শ্রমিকদের কাছ থেকে স্থানীয় দুই ব্যক্তি গোপনে ক্রয় ও বিক্রয় করার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শ্রমিকদের আটক করে। পরে অবস্থা বেগতিক দেখে শ্রমিকরা মূর্তিটি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে হস্তান্তর করে।’ তিনি জানান, ‘পাথরটিতে দেবদেবীর ছবি খোদাই করা আছে। মূর্তিটির বাজার মূল্য প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।’

জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ‘মূর্তিটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। নির্দেশ পেলে আগামীকাল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।’

এআই//আরকে


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি