ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, আটক ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৮:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর মান্দায় ছোট ভাই এবং ভাতিজার লাঠির আঘাতে জেহের আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার দুপুরে জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে চকগৌড়ী সোনার পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এঘটনায় ছোট ভাই হবিবর রহমান (৪৫) ও ভাতিজা সুলতান (২৫)কে পুলিশ আটক করেছে।  

পুলিশ জানায়, ওইদিন দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহতের ছোট দুই ভাই আব্দুল হাকিম, হবিবর রহমান ও হাকিমের ছেলে সুলতান জেহের আলীর বাড়িতে প্রবেশ করে লাঠি দিয়ে বেদম মারপিট করলে জেহের আলী মাটিতে লুটিয়ে পড়ে। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে গ্রামবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মান্দা থানার অফিসার ইনচার্জ মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের ছোট ভাই হবিবর রহমান এবং ভাতিজা সুলতানকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি