ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

নওগাঁয় ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ আরো শনাক্ত ৩২ জন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৫, ৫ মে ২০২০

নওগাঁ ম্যাপ

নওগাঁ ম্যাপ

নওগাঁর সদর উপজেলা বাদে অপর ১০টি উপজেলায় ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোরশেদ।

ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্স সেন্টার (এনআইএলএমআরসি) থেকে যে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে ৩২ জন করোনা পজেটিভ বলে জানান তিনি।  

আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, নিয়াতমপুর উপজেলায় ৮ জন, সাপাহার উপজেলায় ৭ জন, ধামইরহাট উপজেলায় একজন, পত্নীতলা উপজেলায় উপজেলায় ২ জন এবং বদলগাছী উপজেলায় একজন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোরশেদ জানান, করোনা আক্রান্তদের মধ্যে তিন জন চিকিৎসক, চার জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্স সেন্টারে (এনআইএলএমআরসি) মোট ১০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে মঙ্গলবার সন্ধ্যায়। এতে ৩২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। 

তিনি আরও জানান, নওগাঁ জেলার ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্য ৪৯ জনের পজেটিভ এবং বাকী ৫৬৪ জনের রিপোর্ট এখনো অপেক্ষামান আছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি