ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে বিদেশী অস্ত্র-গুলিসহ যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১২, ৬ অক্টোবর ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ রাজিব ইসলাম (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার আটাপাড়া রেলগেট থেকে তাকে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাঁজা গুলিও উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ৭টি মামলা রয়েছে।

আটককৃত অস্ত্র ব্যবসায়ী রাজিব ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে তা দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। এ ঘটনায় রাজিবের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি