ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নাটোরে ৬০টি পাখিসহ চার শিকারী আটক 

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৮, ৬ নভেম্বর ২০২০

স্থানীয় প্রশাসনের সহায়তায় নাটোরের চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীরা বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়েছে। 

এ সময় বক, রাতচড়াসহ বিভিন্ন প্রজাতির ৬০টি পাখি ও ফাঁদসহ চারজনকে আটক করা হয়েছে। পরে পাখিগুলোকে এলাকাবাসীর সহযোগিতায় অবমুক্ত করা হয়। পুড়িয়ে ফেলা হয় পাখি শিকারের ফাঁদ। 

পরে আটকদের মধ্যে দুইজনকে ২০ দিন করে কারাদণ্ড এবং অপর দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী অফিসার নাসরিন বানু এবং সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান এ রায় দেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি