ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে বস্ত্র ব্যবসায়ীর ওপর ফুটপাথ ব্যবসায়ীর হামলা, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৬, ১০ নভেম্বর ২০২০

ব্যবসায়ীর উপর হামলার চিত্র। ছবি- সিসিটিভি ফুটেজ থেকে নেয়া।

ব্যবসায়ীর উপর হামলার চিত্র। ছবি- সিসিটিভি ফুটেজ থেকে নেয়া।

নোয়াখালীর জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে ল্যান্ডমার্ক নামক কাপড়ের দোকানে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের স্বত্বাধিকারী গোলাম মোস্তফাসহ ২ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে টাউন হল মোড়ের উত্তর পাশের প্রধান সড়কে ল্যান্ডমার্ক নামক কাপড় দোকানে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। 

পরে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গোলাম মোস্তফা বাদী হয়ে হামলাকারী মো. সাইফুল ইসলামসহ (৩৩) অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়- জেলা শহর মাইজদী টাউন হল মোড়ের প্রধান সড়কের রাস্তার পশ্চিম পাশে ল্যান্ডমার্ক নামে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী গোলাম মোস্তফা। তার দোকানের সামনের ফুটপাতে হকার সাইফুল ইসলাম ভ্রাম্যমান ব্যবসা খুলে বসে। সাইফুল প্রায় সময় তার ব্যবসায়িক সামগ্রী কাপড় ল্যান্ডমার্ক দোকানের সামনে রেখে দোকানের প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে দোকানের মালিক বাধা ও প্রতিবাদ করলে হকার সাইফুল ক্ষিপ্ত হয়ে ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে গোলাম মোস্তফার ওপর হামলা চালায়।

হামলার এক পর্যায়ে নগদ অর্থসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে তারা। এসময় আশেপাশের ব্যবসায়ীরা সন্ত্রাসীদের প্রতিরোধ করার চেষ্টা করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি