ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

ভিয়েনায় ছয় স্থানে বন্দুকধারীর হামলায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ৩ নভেম্বর ২০২০ | আপডেট: ১০:৫৯, ৩ নভেম্বর ২০২০

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় স্থানে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। 

সোমবার (২ নভেম্বর) শহরটির কেন্দ্রস্থলে ইহুদী সম্প্রদায়ের এক উপাসনালয়ের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়।

পুলিশ জানায়, অন্তত ছয়টি স্থানে একইসময় হামলা চালানো হয়। সব হামলাকারী আটক না হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ওই এলাকায় অবস্থান না করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছে ওই হামলার ঘটনা ঘটে। আহতদের মাঝে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। 

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্য এই হামলাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। 

তিনি জানিয়েছেন, হামলার পর এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এদিকে, ভিয়েনায় গোলাগুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। 

এমবি//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি