ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

কোমরের বেল্টে বাধা ছিল কোটি টাকার স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:০৭, ১৯ নভেম্বর ২০২০

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস (এক কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক আশিকুর রহমান যশোরের ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোঃ সেলিম রেজা জানান, যশোর থেকে একটি লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে, এমন গোপন সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে থাকা বেল্টে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস স্বর্ণের বার পাওয়া। আটককৃত সোনার বারের মূল্য এক কোটি ৯ লাখ ২ শ' টাকা বলে জানান তিনি।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি