ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

বেলকুচিতে ফুটবল টুর্নামেন্টে গোপালপুর একাদশ জয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩০, ২০ নভেম্বর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় প্রথম ও দ্বিতীয়ার্দে গোপালপুর একাদশের সাথে শেরনগর একাদশ গোল শুন্য ড্র করে। পরে ট্রাইবেকারে গোপালপুর একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

এসময় আয়োজক কমিটির সভাপতি নান্নু বিশ্বাসের সভাপতিত্বে বেলকুচি পৌরসভার মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, সমাজ-সেবক আব্দুল মজিদ খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে প্রধান অতিথি লতিফ বিশ্বাস বিজয়ী দল গোপালপুর একাদশের সভাপতি শামীম সরকারের হাতে বড় ফ্রিজ ও পরাজিত শেরনগর একাদশকে ছোট ফ্রিজ উপহার তুলে দেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি