ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

চট্টগ্রামে দিনব্যাপী স্কুল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ২০ মে ২০১৭ | আপডেট: ১৮:০৬, ২০ মে ২০১৭

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী স্কুল ব্যাংকিং মেলা।
নগরীর পলোগ্রাউন্ড মাঠে আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচি পরিচালনা বিষয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে মেলায় অংশ নেয় চট্টগ্রাম জেলার সব তফসিলী ব্যাংক। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস. কে. সুর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার ইভিপি ও শাখা প্রধান মোহাম্মদ শহীদ উল্যাহসহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, ভিডিও প্রদর্শনীসহ বিভিন্ন পরিবেশনা আয়োজন করা হয়।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি