ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্রলীগের  বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ৭ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা  ছাত্রলীগ।

সোমবার  বেলা ১১টায় সীতাকুণ্ড উত্তরবাজার  থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর প্রদক্ষিণ করে সীতাকুণ্ড বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত  সমাবেশে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন। 

সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পিসহ সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে সীতাকুণ্ড উপজেলা  ছাত্রলীগ প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার প্রতিরোধ গড়ে তুলব।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি