ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

৩৪ বছর পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ১৫ ডিসেম্বর ২০২০

সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম ৩৪ বছর পালিয়ে থেকেও অবশেষে ধরা পড়ল পুলিশের হাতে। সোমবার সকাল ১০টার দিকে নূরুলকে মাগুরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। দীর্ঘদিন ধরে নূরুল মাগুরা শহরে গ্রাহকদের মাঝে পত্রিকা বিলি করতেন।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, ১৯৮৬ সালে নূরুল ইসলাম গাজীপুরের টঙ্গী এলাকায় একটি সিরামিক কোম্পানিতে পিয়ন পদে চাকরিকালীন সময়ে ১০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে তার নামে টঙ্গী থানায় মামলা হয়। এরপর থেকে পালিয়ে ছিলেন তিনি। নূরুলের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে।

এ মামলায় ১৯৯৪ সালের ২৯ সেপ্টেম্বর নূরুলের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন গাজীপুরের আদালত। এছাড়া দুই হাজার টাকা জরিমানা, আনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দীর্ঘদিন পালিয়ে থাকা নূরুলকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হন ১২০ জন পুলিশ কর্মকর্তা। সর্বশেষ লোহাগড়া থানার এসআই মাহফুজের নেতৃত্বে সোমবার নূরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি