ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বেশির ভাগ এলাকায় বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ৩০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দেশের বেশির ভাগ এলাকায় বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। দিনে কুয়াশা কিছুটা কমলেও কনকনে বাতাসে তীব্র শীত অনুভুত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জনজীবন। ঠাকুরগাঁওয়ে কুয়াশায় ফসল আক্রান্ত হয়েছে বিভিন্ন রোগে। 

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী শৈতপ্রবাহ বয়ে চলেছে। কয়েকদিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে ঠাণ্ডায় এখানকার জনজীবন বিপর্যস্ত।

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মাঠে কাজ করতে গিয়ে তীব্র কষ্ট পোহাচ্ছেন কৃষক। এদিকে কুয়াশায় আলুর গাছ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। কীটনাশক দিয়েও ফল হচ্ছে না। 

কৃষকরা জানান, বেশি শীতের কারণে গাছের চেহারায় পরিবর্তন ঘটছে। কিছু কিছু গাছ মরেও যাচ্ছে। এ জন্য ওষুধ বেশি বেশি দিতে হচ্ছে, তাই খরচও বেড়ে যাচ্ছে।

ঘন কুয়াশায় ঢাকা মৌলভীবাজারের আকাশ। যানবাহন চলছে ধীর গতিতে। বইছে মৃদু শৈত প্রবাহ। ভোগান্তিতে পড়েছেন চা শ্রমিকসহ সাধারণ কৃষক। 

প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের তাঁত শিল্পে দেখা দিয়েছে স্থবিরতা। এর আগে তাঁতীরা ভোর থেকে রাত ১০টা পর্যন্ত কারখানাগুলোতে কাজ করলেও শীতের তীব্রতায় তা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 

তাঁতী মালিকরা জানান, শীতের কারণে কাজ করতে পারছে না তাই তাঁত বন্ধ রাখতে হচ্ছে। 

গাইবান্ধায় দুর্ভোগে পড়েছেন বাঁধে আশ্রিত মানুষ। তীব্র শীতেও এখনো শীতবস্ত্র পাননি বলে অভিযোগ তাদের।  

শীতার্ত মানুষরা জানান, এই শীতে কেউ কেউ কম্বল পেয়েছে, আমরা এখনও পর্যন্ত কিছুই পাইনি।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি