ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:০৪, ১০ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ২শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের মধ্যপাড়া পোয়াপুকুর পাড়ে সাংবাদিক শিক্ষার্থী নাসিফ জাবেদ নীলয় এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাক ও বিটিভি জেলা প্রতিনিধি মো. আরজু, একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, মহসীন হোসেন, ছাত্রনেতা ও সমাজকর্মী নাঈম হোসেন প্রমুখ। 

এসময় সাংবাদিক শিক্ষার্থী নীলয় বলেন, এই শীতে অসহায় ও গরিব মানুষরা অনেক কষ্টে আছে, তাই আমি চিন্তা করলাম তাদের জন্য কিছু করা যায় কিনা। তাই সে চিন্তা থেকে আমি ও এলাকার ছোট ভাইরা মিলে এই উদ্যোগ নেই। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি