ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

চাপাইলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২১

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের মধুমতি নদীর চাপাইল সেতু এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর আয়োজনে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাপাইল সেতু এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, টিপু সুলতান ভূঁইয়া, মুজিবর মোল্যা, শওকত ভূঁইয়াসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা।  

ক্ষতিগ্রস্তরা জানান, নড়াইলের চাপাইল গ্রামের ইউনুস চৌধুরী মধুমতি নদীর চর-সিংগাতি মৌজায় বালুমহল ইজারা নিলেও অবৈধভাবে চাপাইল সেতু এলাকা থেকে দিনরাত ড্রেজার দিয়ে বালু কাটছেন। প্রায় ছয়মাস যাবত অবৈধভাবে বালু কাটছেন তিনি। প্রশাসনকে জানানোর পরও বালু উত্তোলন বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী উদ্বোধনকৃত ‘চাপাইল সেতু’ ক্ষতিগ্রস্থ হতে পারে। এছাড়া নদী তীরবর্তী ফসলি জমি, গাছপালা ও বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে অনেক জমি ভেঙ্গে নদীতে চলে গেছে।

এ ব্যাপারে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি