ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মাদক আইসের সবচেয়ে বড় চালান আটক : গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ৪ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি শক্তিশালী মাদকদ্রব্য আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মূল্য তিন কোটি টাকার মতো, যা এ যাবতকালের সবচেয়ে বড় চালান। এ সময় মো: আব্দুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান। 

ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা ‘ক্রিস্টাল মেথ’-এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিল। বুধবার (৩ মার্চ) বিকালে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে দুই কেজি আইস উদ্ধারসহ আটক করা হয় আব্দুল্লাহকে। এসময় তার এক সহোদর পালিয়ে যায়। আটক ওই এলাকার গোলাল নবীর ছেলে। 

পরে মাদকের চালানের নমুনা জরুরি ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষার পর আজ সকালে নিশ্চিত হওয়া যায় উদ্ধারকৃত মাদক ভয়ঙ্কর আইস। যা ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার মতো।

এর আগে ঢাকায় ৬শ’ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। সেই সময় আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। এ ঘটনায় আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি