ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

মোংলায় প্রতিবন্ধী ধর্ষণ, বিচারের নামে জনপ্রতিনিধিদের প্রহসন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ১৯ মার্চ ২০২১

মোংলায় মিষ্টি খাওয়ানোর কথা বলে এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর সমঝোতা করে দিবে বলে জানায় ভুক্তভোগীর বাবা। 

জানা গেছে, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ এলাকায় সুশান্ত মন্ডলের প্রতিবন্ধী ওই মেয়েকে ধর্ষণে করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল। আর এ ঘটনা ধামাচাপা দিতে সমঝোতা করে দেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর। তাই এ ঘটনায় থানায় কোনও অভিযোগও করেনি ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল। 

এদিকে ধর্ষক নয়ন মন্ডল পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে ধর্ষণ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে ধর্ষণের শিকার যুবতী (১৮) বলেন, স্থানীয় গৌতম মন্ডলের লম্পট ছেলে নয়ন মন্ডল মিষ্টি খাওয়ানোর কথা বলে মুখ চেপে তাকে ধর্ষণ করে। 

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন ও সজল-চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদারের মধ্যস্থতায় শালিস বৈঠক করে সমাধান করবেন বলে জানা গেছে। কিন্তু ঘটনার এক মাস পার হলেও এখনও বিচার পাইনি প্রতিবন্ধী সেই যুবতী। 

এ বিষয়ে সুশান্ত মন্ডল বলেন, আজমল ও সজল মেম্বর বলেছিল তাদের চেয়ারম্যান ইস্রাফিলের মাধ্যমে এর বিচার করবেন। কিন্তু চেয়ারম্যান এখনও বিচার করেননি। এ ব্যাপারে ওই দুই মেম্বর থানায় অভিযোগও করতে দেয়নি। 

ইউপি মেম্বর সজল বলেন, আমি এ ঘটনার কিছু জানিনা। আর অপর মেম্বর আজমল বলেন, আমাদের চেয়ারম্যান ইস্রাফিল নির্বাচন নিয়ে ঝামেলায় আছেন, সে কারণে এই বিচার করা হয়নি। 

তবে এ সম্পর্কে মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার বলেন, ‘নিউজ করার দরকার নেই আমি দেখছি, কি করা যায়।’

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এখনও কোনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি