ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে মন্দিরের প্রতিমা ও স্বর্ণালঙ্কার চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১০, ২১ মার্চ ২০২১ | আপডেট: ০০:১১, ২২ মার্চ ২০২১

ঠাকুরগাঁওয়ের একটি মন্দির থেকে প্রতিমা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে চুরির এ ঘটনা ঘটে। পুলিশ সুপার ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। 

মন্দিরের সভাপতি নিত্যানন্দ রায় নিতাই প্রাথমিক ধারণা থেকে জানান, দূর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ৫০টির মত সোনার পাদুকা, ছয়শ’টির বেশি রুপার পাদুকা, স্বর্নালঙ্কারসহ পিতলের তৈরি রাধা ও কৃষ্ণের দুটি মূর্তি চুরি করে নিয়ে গেছে। 

তিনি আরো জানান, সকালে পুরোহিত মন্দির গিয়ে দেখেন মন্দিরে তালা ভাঙ্গা এবং ভেতরের সব জিনিস আগোছালোভাবে পড়ে রয়েছে। পরে তিনি সবাইকে ডেকে আনেন এবং মন্দির কমিটির মাধ্যমে থানায় অভিযোগ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, মন্দিরে চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব এই ঘটনার রহস্য উন্মোচন হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি