ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মোংলায় বিনা ভোটে ছয় ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৪, ২৪ মার্চ ২০২১

মোংলা উপজেলার ছয় ইউনিয়নেই আ’লীগ সমর্থিত প্রার্থী ছাড়াও বিদ্রোহী হিসেবে প্রার্থী ছিল অনেকই। বুধবার (২৪ মার্চ) ওই ছয়টি ইউনিয়ন থেকে প্রতিদ্বন্ধি সেসব প্রার্থী তাদের প্রার্থীতা পত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে টিকে যান নৌকার প্রার্থীরা। মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন নির্বাচন অফিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বুড়িরডাঙ্গা ইউনিয়নে আ’লীগ সমর্থিত উদয় শংকর, সোনাইলতলায় নাজরিনা বেগম, চাঁদপাইয়ে মোল্লা তরিকুল ইসলাম, মিঠাখালীতে উৎপল কুমার মন্ডল, সুন্দরবনে একরাম ইজারাদার ও চিলা ইউনিয়নে গাজী আকবর হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। 

বিএনপি অংশ না নেওয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছয়টি ইউনিয়নেই আ’লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। কিন্তু বিদ্রোহীরা প্রত্যাহারের শেষ (বুধবার) দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ান। 

এদিকে ছয় ইউনিয়নে এখন নির্বাচন হবে শুধু সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের মধ্যে। তবে কয়েকজন সদস্যও তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। 

নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন বলেন, বুড়িরডাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদে একজন প্রত্যাহার করেন। এ পদে এখন নির্বাচন হবে ৩৭ জনের মধ্যে। আর সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১০ জন আছেন। 

সোইনাইলতলা ইউনিয়নে একজন সাধারণ সদস্য পদ থেকে পত্যাহার করায় ২৮ জন ও সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১১ জন নির্বাচন করছেন। 

মিঠাখালী ইউনিয়নে দু'জন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩৪ জন ও সংরক্ষিত আসনে কেউ না করায় নির্বাচন করছেন ১১ জন। 

চাঁদপাই ইউনিয়নেও দু'জন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩৬ জন ও সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১৩ নির্বাচন করছেন। 

সুন্দরবন ইউনিয়নে নয়জন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩১ জন এবং সংরক্ষিত আসনে প্রত্যাহার না করায় ১২ জনই নির্বাচন করছেন এখানে। 

আর চিলা ইউনিয়নে একজন সাধারণ সদস্য প্রত্যাহার করে নেওয়ায় ৪২ জন ও সংরক্ষিত আসনে দু'জন প্রত্যাহার করায় ১৬ জন প্রার্থী আগামী ১১ এপ্রিল নির্বচন করছেন। এ ছয়টি ইউনিয়নে নারী পুরুষ মিলে মোট ভোটার রয়েছেন ৭৯ হাজার ৫৪০ জন।
কেআই//


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি