ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা সহায়তার ২১ কোটি টাকা পাচ্ছেন কুড়িগ্রামের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় ২১ কোটি টাকার সহায়তা পাবেন কুড়িগ্রাম জেলার খেটে খাওয়া মানুষ। নয় উপজেলার ৭৩ ইউনিয়ন ও তিন পৌরসভায় দু’দফায় বিরতণ করা হবে সহায়তার টাকা।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার ৪ লাখ ২৮ হাজার ৫২৫ পরিবার সরকারি সহায়তা পাবেন। প্রতি পরিবারকে ৪৫০ টাকা হিসেবে ১৯ কোটি ২৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও ৭৩টি ইউনিয়ন ও তিন পৌরসভায় বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন শ্রমজীবী ৪৭ হাজার পরিবার ৪০০ টাকা হিসেবে নগদ অর্থ সহায়তা পাবেন। এর মধ্যে ৭৩টি ইউনিয়নে ৪৫ হাজার ৬২৫টি পরিবার এবং তিন পৌরসভায় এক হাজার ৩শ’ ৭৫টি পরিবার রয়েছে।

জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম বরাদ্দ পাওয়ার কথা জানিয়ে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বরাদ্দ নিয়ে সমস্যা নাই। যখন যা লাগবে সরকার তাই দিবে। আপনারা স্বাস্থবিধি মেনে ঘরে থাকুন, আমরা ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিব।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি