ঢাকা, বুধবার   ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোম্পানীগঞ্জে তরুণীর অর্ধ পোড়া মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ২৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জের দাদনার খাল থেকে অজ্ঞাত তরুণীর (২০) আগুনে অর্ধ পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের পর আগুন দিয়ে মুখসহ শরীরের অর্ধেক পুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন দাদনার খাল থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে স্থানীয় এক বাসিন্দা গরু নিয়ে মাঠে গেলে ওই তরুণীর অর্ধ পোড়ানো মরদেহটি দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত তরুণীর শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের পর আগুন দিয়ে মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়া হয়েছে।

পুলিশের ধারণা, রাতের বেলায় কেউ ওই তরুণীকে মেরে দাদনার খালে ফেলে রেখে যায়। 

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তিন উপজেলার সীমান্তবর্তী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

লাশের যেহেতু পরিচয় পাওয়া যায়নি, তাই ডিএনএ পরীক্ষার পর তার পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান তিনি। 
এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি