ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জনস্রোত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ৬ মে ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটজুড়ে ছোট গাড়ী ও যাত্রীদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও তোয়াক্কা করছে না কেউ। গাদাগাদি করে গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করছে যাত্রীরা। এসময় ঘাটে ছোট গাড়ীর চাপও বৃদ্ধি পেয়েছে। 

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘবিরতির পর শুরু হয়েছে স্থানীয় যাত্রীবাহী পরিবহনগুলোর চলাচল। ঘরমুখি হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় গণপরিবহন থাকলেও ছোট গাড়ীর চাপ বেশি রয়েছে। এসময় ভাড়ায় চলাচল করছে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটো এবং মোটরসাইকেল। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘরমুখি যাত্রীরা নদী পার হচ্ছেন ফেরিতেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দিনে ৬টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করে। রাতে চলাচল করে ছোট বড় ১৫টি ফেরি। 

এরইমাঝে গত ২৪ ঘণ্টায় ১১ শত পণ্যবাহী ট্রাক ও ১৫ শত ছোট গাড়ী নদী পার হয়েছে বলেও জানায় দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি